২০২১ সালে যাদের বিচ্ছেদ হয়েছে
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
চিরদিন কাহারও সমান নাহি যায়—এ বচন যেন শাশ্বত। জীবনে উত্থান-পতন আছে, থাকবে। সম্পর্ক গড়া যত মধুর বিচ্ছেদ ততোটাই কষ্টের। তবুও নানা প্রতিকূলতা, বৈরিতা বা বনিবনা না হলে বিচ্ছেদের দিকে গড়ায় সম্পর্ক। বছরজুড়ে অনেক পরিবারেই দেখা মেলে এই ছাড়াছাড়ির ঘটনা। বলিউডে ২০২১ সালে বেশ কয়েকজন তারকার বিবাহবিচ্ছেদ হয়েছে। এমন খবরে আহত হন তারকাদের অনুরাগীরাও।
চলুন, জেনে নেওয়া যাক ২০২১ সালে বলিউড-দক্ষিণী তারকাদের মধ্যে যাদের সংসার ভেঙ্গেছে:
আমির খান-কিরণ রাও
আমির খান ও কিরণ রাও। ছবি: সংগৃহীত
সুদীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনের ইতি টানের আমির খান ও কিরণ রাও। ভক্তরা এ খবরে হতাশ হন। সামাজিক পাতায় যৌথ বিবৃতির মাধ্যমে এ যুগল বিচ্ছেদের ঘোষণা দেন। এ যুগলের ঘরে আজাদ নামে পুত্রসন্তান আছে। এর আগে রীনাকে ডিভোর্স দিয়েছিলেন আমির।
হানি সিং-শালিনী
হানি সিং ও শালিনী। ছবি: সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী হানি সিং তাঁর শৈশবের বান্ধবী শালিনীকে বিয়ে করেন ২০১১ সালে। শালিনী অভিযোগ করেন, হানি তাঁকে মারধর করতেন। অবশেষে আগস্টে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের বিবাহিত জীবন ছিল ১০ বছরের। দশম বিবাহবার্ষিকীর ঠিক কয়েক দিন আগে তাঁদের বিচ্ছেদ হয়।
করণ মেহরা-নিশা রাওয়াল
করণ মেহরা ও নিশা রাওয়াল। ছবি: সংগৃহীত
টেলিভিশন তারকা করণ মেহরা ও নিশা রাওয়ালের বিচ্ছেদের খবরে ভক্তরা মুষড়ে পড়েন। ২০১২ সালে এ যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিচ্ছেদের পর একে অন্যের প্রতি নানান অভিযোগ তোলেন এ দম্পতি।
নাগা চৈতন্য-সামান্থা রুথ প্রভু
নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু।
এ বছর দক্ষিণ ভারতীয় তারকা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর বিবাহবিচ্ছেদ হয়। অবশ্য যৌথ বিবৃতির আগে থেকেই বিচ্ছেদের গুঞ্জন ছিল। ২০১৭ সালে বিয়ে করেন এ দম্পতি।
কীর্তি কুলহরি-সাহিল সেহগাল
কীর্তি কুলহরি ও সাহিল সেহগাল। ছবি: সংগৃহীত
২০১৬ সালে বিয়ে করেন কীর্তি কুলহরি ও সাহিল সেহগাল। ২০২১ সালের এপ্রিলে স্বামীর কাছ থেকে আলাদা হওয়ার ঘোষণা দেন কীর্তি কুলহরি। কীর্তি একটি ছোট নোট সামাজিক পাতায় শেয়ার করেন, যেখানে বলা ছিল তাঁরা যৌথ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের সংসার টিকেছিল পাঁচ বছর।