জাতিসংঘে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত নিয়োগ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জাতিসংঘে আফগানিস্তানের নয়া স্থায়ী প্রতিনিধি নিয়োগের প্রতিবাদ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী আফগান সরকারের পদস্থ কর্মকর্তা সুহাইল শাহিন বলেছেন, এই নিয়োগের মাধ্যমে জাতিসংঘের নিরপেক্ষতা মারাত্মক প্রশ্নবিদ্ধ হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) জাতিসংঘে সাবেক আফগান গনি সরকারের নিয়োগ করা আফগানিস্তান মিশন এক বিবৃতিতে জানায়, ওই বিশ্ব সংস্থায় নিযুক্ত আফগান স্থায়ী প্রতিনিধি গোলাম মোহাম্মাদ ইসহাকজাই পদত্যাগ করেছেন এবং তার পরিবর্তে নাসির মোহাম্মাদ ফায়েককে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুহাইল শাহিন এক বার্তায় বলেন, জাতিসংঘ যদি বিশ্ব সমাজের কাছে নিজের নিরপেক্ষ ভাবমূর্তি ধরে রাখতে চায় তবে তার উচিত হবে আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকে এদেশের স্থায়ী প্রতিনিধি গ্রহণ করা।
এর আগে তালেবান সরকারের পক্ষ থেকে সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনধি হিসেবে নিয়াগ করা হয়; যদিও জাতিসংঘের পক্ষ থেকে ওই নিয়োগ গ্রহণ করা হয়নি।
শাহিন তার বার্তায় আরো বলেন, জাতিসংঘ যেন আফগানিস্তানের চেয়ারটি তালেবানের কাছে হস্তান্তর করে; কারণ, গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে রয়েছে এবং এই সরকারই বর্তমানে আফগানিস্তানের একমাত্র বৈধ সরকার।
তালবান গত (১৫ আগস্ট) আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং ৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা ঘোষণা করে। তবে সমালোচকরা মনে করছেন, সকল জনগোষ্ঠির প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনের যে প্রতিশ্রুতি তালেবান দিয়েছিল ওই মন্ত্রিসভায় তার প্রতিফলন ঘটেনি। বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।