কাতারে বাংলাদেশের গৌরবময় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশের গৌরবময় মহান বিজয় দিবস উপলক্ষে কাতারের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দূতাবাস প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা এবং ত্রিশ লাখ শহিদের বিদেহী আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অব্যাহত অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
গৌরবময় বিজয়ের পঞ্চাশতম বার্ষিকীতে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। এছাড়া বিজয় দিবসকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। গৌরবময় বিজয় দিবস নিয়ে দূতাবাসে আগত প্রবাসী ও সেবাপ্রার্থীদের প্রতিক্রিয়া সংকলন করে আরেকটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং ত্রিশ লাখ শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্জন নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত। এছাড়াও তিনি প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।