শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীকে যা উপহার দিলেন রামনাথ কোবিন্দ

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশ সফরে আসার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মিষ্টি, কেক ও বিস্কুট নিয়ে এসেছেন। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি উপহারগুলো তার হাতে তুলে দেন।

সেখানে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ভারতের রাষ্ট্রপতি ভবনে তৈরি করা মিষ্টি, কেক ও বিস্কুট নিয়ে এসেছেন রামনাথ কোবিন্দ। এর আগে বাংলাদেশ থেকে ভারতে উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল। আমগুলো মিষ্টি ও সুস্বাদু ছিল বলে প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি।

শাহরিয়ার আলম আরও জানান, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের জন্য ভারতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেভাবে তাকে ও তার পরিবারকে আশ্রয় দিয়েছিলেন সেজন্যও ধন্যবাদ জানান শেখ হাসিনা।

বৈঠকে দুর্গাপূজায় সমস্যার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এ দেশে সংখ্যালঘু হিসেবে কাউকে বিবেচনা করা হয় না। সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করা হয়েছে।’ এ ছাড়া দুই দেশের মধ্যে সুসম্পর্ক এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছে বলে জানান প্রধানমন্ত্রী।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: