বায়ুদূষণে শীর্ষে ঢাকা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বিশ্বব্যাপী বায়ুদূষণ পর্যবেক্ষণের জনপ্রিয় ওয়েবসাইট আইকিউ এয়ার ডট কমের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি দূষিত শহর হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রবিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে নটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত লাইভ র্যাঙ্কিংয়ে সবার উপরে ঢাকার নাম দেখা গেছে।
আইকিউ এয়ারের মতে, ঢাকার একিউআই ২২৬। মনে রাখতে হবে, বাতাসের মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলো সন্তোষজনক, ১০১ থেকে ২০০ সহনীয়, ২০১ থেকে ৩০০ হচ্ছে খারাপ, ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হচ্ছে গুরুতর।
লাইভ র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর। এ রিপোর্ট লেখা পর্যন্ত তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে পোল্যান্ডের রকলা, চীনের ওহান এবং ভারতের কলকাতা।