শিরোনাম

South east bank ad

টেক্সাস ডেমক্র্যাটিক পার্টির কাউন্টি চেয়ারম্যান হলেন বাংলাদেশি রহিম

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

টেক্সাস ডেমক্র্যাটিক পার্টির রিফ্যুজিয়ো কাউন্টির চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান ব্যবসায়ী রহিম র্যা নিহাল।

গত ৪ নভেম্বর টেক্সাস ডেমক্র্যাটিক পার্টির চেয়ারম্যান গিলবার্টো হিনোজোসা এ সিদ্ধান্তের কথা টেক্সাস স্টেটের সেক্রেটারিকে লিখিতভাবে অবহিত করেছেন।

উল্লেখ্য, টেক্সাস রিপাবলিকানদের ঘাঁটি হলেও সাম্প্রতিক বছরগুলোতে সেন্ট্রাল আমেরিকান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগতরা বসতি ও ব্যবসা শুরু করায় গত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব পড়েছে। রহিম র্যা নিহালও ছিলেন ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের অন্যতম সংগঠক। টেক্সাসের নীতি-নির্দ্ধারকদের সঙ্গেও তার গড়ে উঠেছে চমৎকার সম্পর্ক।

এ নিয়োগের সিঁড়ি বেয়েই রহিম মার্কিন রাজনীতিতে আগাতে চান জানিয়ে গত শুক্রবার গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রচনায় শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলার পরিক্রমায় মার্কিন প্রশাসনের সহায়তার দিগন্ত প্রসারিত করতে আমি সর্বাত্মক চেষ্টা চালাবো।

যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতা রহিম বলেন, বাংলাদেশের সামগ্রিক কল্যাণে কিছু করতে হলে সকলেরই উচিত মূলধারায় জোরালোভাবে সম্পৃক্ত হওয়ার।

এর আগে প্রবাসী ব্যবসায়ী নিহাল রহিম সিআইপি পদক পেয়েছেন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূণ অবদানের জন্য। বাংলাদেশ সরকার রহিমকে এ সম্মাননা দিয়েছে ৬ জানুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০’ অনুষ্ঠানে এ সম্মননা প্রদান করা হয়।

যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতা রহিম বিভিন্ন সমাজিক কর্মকাণ্ডের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: