South east bank ad

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের দ্বিপাক্ষিক বৈঠক

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ আফ্রিকা গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। এ সময় দেশটির আন্তর্জাতিক সম্পর্ক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. নালেদি প্যান্ডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ আগস্ট) প্রিটোরিয়ার আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রণালয় অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ড. নালেদি প্যান্ডো বলেন, দুই দেশের এই কূটনৈতিক সম্পর্ক আগামীতে নিজেদের মধ্যে সংহতি, বন্ধুত্ব এবং সহযোগিতার ঐতিহাসিক বন্ধন তৈরি করবে। বাংলাদেশের সঙ্গে ১৯৯৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এখন এই সম্পর্ক ২৭ বছরে পা দিয়েছে।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন ও অপহরণের বিষয়টিসহ দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একইসঙ্গে সেগুলো সমাধানের অনুরোধ জানান।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: