ভূমধ্যসাগর থেকে ৩৯৪ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ৩৯৪ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ, মরক্কো, মিসর ও সিরিয়ার নাগরিক।
রোববার (০১ আগস্ট) রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
জার্মানভিত্তিক সংস্থা সি-ওয়াচ জানায়, তিউনিসিয়ার উপকূলে ভাসতে থাকা কয়েকটি নৌকা থেকে এসব নাগরিকদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নাগরিকদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন, তা জানা সম্ভব হয়নি। তারা সবাই ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন।
উল্লেখ্য, চলতি বছর ইউরোপে যাওয়ার উদ্দ্যেশ্যে নৌকাযোগে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ১১০০ লোকের মৃত্যু হয়েছে।