শিরোনাম

South east bank ad

বাংলাদেশের হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় তুরস্ক

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

বাংলাদেশের হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগসহ দেশের প্রযুক্তি খাতে অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে তুরস্ক।
গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এ আগ্রহের কথা জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।
বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত বাংলাদেশের আইটি খাতের উন্নয়নে তার দেশের অংশগ্রহণের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের উদীয়মান অর্থনীতির চিত্র এবং ক্রমবিকাশমান আইসিটি ইন্ডাস্ট্রিতে দুই দেশের অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
"গাজীপুরের কালিয়াকৈরে ইতোমধ্যে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে ৩৫৫ একর জমিতে বিভিন্ন কোম্পানি কাজ করছে। এখান থেকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। মাত্র চার বছরে হাই-টেক পার্কগুলোতে দেশি-বিদেশি বিনেয়োগকারীদের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ এসেছে। সম্প্রতি ওরিক্স বায়োটেক লিমিটেড নামীয় একটি চীনা জায়ান্ট বঙ্গবন্ধু হাই-টেক সিটি, কালিয়াকৈরে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে।"

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: