শিরোনাম

South east bank ad

চীনের পরিবর্তে ভারতে আইফোন বানানোর উদ্যোগ নিয়েছে অ্যাপল

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

ভারতে তৈরি হবে আইফোন এসই ২০২০ এবং আইফোন ১১। ভারতের কর্ণাটকের উইস্ট্রন প্ল্যান্টে এই আইফোন বানানো হবে। ভারতে আইফোন বানানোর জন্য ১০ হাজার কর্মী নিযুক্ত করা হচ্ছে। দেশটিতে আইফোনের উৎপাদন শুরু হলে দাম অনেকটাই কমবে। যদিও ভারতে তৈরি আইফোন এসই ২০২০ কবে থেকে পাওয়া যাবে সে ব্যাপারে অ্যাপল কিছু জানায়নি। বর্তমানে ভারতে আইফোন এসই পাওয়া যাচ্ছে ৪২ হাজার ৫০০ রুপিতে। এই দাম ফোনটির ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে ৪৭ হাজার ৮০০ রুপি ও ৫৮ হাজার ৩০০ রুপি। ডুয়েল সিমের আইফোন এসইতে ৪.৭ ইঞ্চি রেটিনা এইচডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি মেটাল বডির সাথে এসেছে। ডিসপ্লেতে ডলবি ভিশন ও এইচডিআর ১০ প্লেব্যাক সাপোর্ট করবে। দ্রুত কাজ করার জন্য এখানে হেপটিক টাচ ব্যবহার করা হয়েছে। এই ফোনে পাবেন এ ১৩ বায়োনিক প্রসেসর। এছাড়াও আছে ৩ জিবি র‌্যাম। তবে ফোনটি ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ১২ মেগাপিক্সেল সেন্সর সহ সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। এর অ্যাপারচার এফ/১.৮। আবার সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ওয়াই-ফাই ৬ সহ ফোনটি আইওএস ১৩ অপারেটিং সিস্টেমে চলে। কোম্পানি তরফে জানানো হয়েছে এতে ১,৮২১ এমএএইচ বিল্ট ইন ব্যাটারি ব্যবহার করেছে। যার দ্বারা ৪০ ঘন্টা অডিও শোনা যাবে বলে দাবি করা হয়েছে।
BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: