শিরোনাম

South east bank ad

টিকটকের পর যুক্তরাষ্ট্রে এবার চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবা নিষিদ্ধ হচ্ছে

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

টিকটকের পর যুক্তরাষ্ট্রে এবার চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবা নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সংবাদ সম্মেলনে ট্রাম্প এমনটি জানান। আলিবাবার মতো আরো বেশ কয়েকটি কোম্পানিকে নিষিদ্ধ করা হতে পারে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলিবাবার মতো চীনের অন্যান্য কোম্পানিগুলো নিষিদ্ধ করার পরিকল্পনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরা এই বিষয়টি নিয়ে ভাবছি। এদিকে টিকটকের মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সকে ব্যবসা বিক্রি করতে ৯০ দিন সময় নির্ধারণ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে চীনের মালিকানাধীন সকল অ্যাপস তিনি বন্ধ করে দেবেন। গালফ নিউজ।
BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: