'আগামী দিন অনলাইন গণমাধ্যমের'
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া বলেছেন, তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে সংবাদমাধ্যম দিন দিন আপডেট হচ্ছে। বর্তমান সময়ে সকল প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়া অনলাইন ভার্সনে চলে এসেছে। একটা সময় আসবে যখন অনলাইন গণমাধ্যমই লিড করবে। আগামী দিন হবে অনলাইন গণমাধ্যমের।
গত (২৫ ফেব্রুয়ারি) শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউসে সিলেট বিভাগের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর সাংবাদিকরা তার সাথে সৌজন্য স্বাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, নির্বাহী সম্পাদক ধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন আল নাসিরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজকের সিলেট ডটকম এর নির্বাহী সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো প্রধান এমদাদুর রহমান চৌধুরী জিয়া, এমদাদুর রহমান চৌধুরী জিয়া ও সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ।
এসময় তারা প্রধান তথ্য কর্মকর্তার কাছে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল সমূহকে সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার দাবী জানান।