শিরোনাম

South east bank ad

৯৯৯ নম্বরে কল দিয়ে পাঁচ বছরে ৫ কোটি মানুষ ডিজিটাল সেবা পেয়েছে –প্রতিমন্ত্রী পলক

 প্রকাশ: ২২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

মো: রবিউল ইসলাম, (নাটোর):

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিগত ২২ মাসে লাখ লাখ রোগী টেলিমেডিসিনে চিকিৎসা সেবা গ্রহণ করেছে। ৯৯৯ এ ৫ বছরে প্রায় ৫ কোটি মানুষকে পুলিশ, এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা দিয়েছে সরকার।

করোনায় কর্মহীন পরিবারের মাঝে ৩৩৩ এর মাধ্যমে খাদ্য বিতরণ করা হয়েছে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে করোনার ভ্যাক্সিন রেজিস্ট্রেশন করা হয়েছে প্রায় ৯ কোটি মানুষের। প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ আজ ডিজিটাল প্লাটফর্মে দাঁড়িয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে কৃষিসমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বর্তমানে সবুজ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ কৃষিসমৃদ্ধ হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে কেউ না খেয়ে থাকেনা। দেশের ১৬ কোটি মানুষের মুখে খাদ্য তুলে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা শীর্ষক এক প্রোগ্রামে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন। অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে ১ লাখ ৩২ হাজার টাকার শিক্ষা বৃত্তি ও ৫ জনকে বাইসাইকেল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ১০ জন কৃষককে গার্ডেন টিলার এবং ১৭ জন কৃষকের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, কৃষি কর্মকর্তা সেলিম রেজা, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, আদিবাসী নেতা নরেশ চন্দ্র উরাও, কৃষক তাইবুর রহমান প্রমূখ।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: