শিরোনাম

South east bank ad

গুগল সার্চিংয়ে সবার ওপরে আফগানিস্তান

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

যুদ্ধবিধ্বস্ত ও পরে তালেবানের হাতে পতন হওয়া আফগানিস্তানই চলতি বছর বিশ্ব আলোচনার শীর্ষে রয়েছে।

এজন্য ঘটনাবহুল এই দেশটির খবর জানতে মানুষ ইন্টারনেটে বেশি সার্চ করেছে। তাই এ বছর দেশটির নাম বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকার শীর্ষে উঠে এসেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় এএফপি।

গুগল সম্প্রতি ২০২১ সালের বার্ষিক রিক্যাপ প্রকাশ করেছে। এর মাধ্যমে বিভিন্ন দেশ এবং বিশ্বজুড়ে ইন্টারনেটে কী ট্রেন্ডিং ছিল এবং মানুষ কী বিষয়ে জানতে চেয়েছে তার একটা ধারণা পাওয়া যায়।

গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ইন্টারনেট ব্যবহারকারীরা সংবাদ সার্চ করার সময় আফগানিস্তানের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে। এর পরের অবস্থানগুলোতেই গেমস্টপ করপোরেশন এবং এএমসি এন্টারটেইনমেন্ট হোল্ডিংসের মতো রেডিট স্টকের নাম রয়েছে।

আফগানিস্তানের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিষয়গুলো নিয়েও গুগলে বহু মানুষ সার্চ করেছে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, তালেবানের ক্ষমতা গ্রহণের আগে গুগলে চলতি বছর সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকায় ছিল মেম স্টকস ও ক্রিপ্টোকারেন্সি। তবে তালেবানের ক্ষমতা দখল এবং আফগান ভূখণ্ডের পরিবর্তিত পরিস্থিতিতে আফগানিস্তান শীর্ষে উঠে আসে।
/জেটএন/

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: