শিরোনাম

South east bank ad

২০ মিনিটে ওমিক্রন শনাক্তের নতুন উদ্ভাবন

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তে আরও আধুনিক প্রযুক্তির উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার গবেষকরা। মাত্র ২০-৩০ মিনিটের মধ্যেই ওমিক্রন ধরন শনাক্ত করা সম্ভব এ প্রযুক্তির মাধ্যমে।

দক্ষিণ কোরিয়ার পোহাং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পোসটেক) শুক্রবার (১০ ডিসেম্বর) এক ঘোষণায় জানায়, রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক লি জুং উকের নেতৃত্বাধীন গবেষণা দল এ আণবিক পরীক্ষা প্রযুক্তি আবিষ্কার করেছেন।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন ধরন শনাক্তে নতুন এ টেস্টিং কিটে, আণবিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এ প্রযুক্তি ব্যবহার করে যে ফল পাওয়া যাবে, তা প্রকাশ করা হবে অনলাইনে।

সোমবার (১৩) ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী এ প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার শুরু হতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি আছে। তারপর তা বাজারে আনা হবে।

অধ্যাপক লি বলেন, অমিক্রন শনাক্তে পিসিআর টেস্টে এন জিনের জন্য শক্তিশালী সংকেত পাওয়া গেলেও এস জিনের জন্য দুর্বল সংকেত পাওয়া যায়। গুপ্ত অবস্থায় থাকা অমিক্রন শনাক্তের ক্ষেত্রে এন ও এস জিন দুটিই পজিটিভ হতে হয়। তা না হলে অন্য ধরন থেকে একে আলাদা করা কঠিন।

তবে নতুন উদ্ভাবিত আণবিক প্রযুক্তিতে কার্যকরভাবে ওমিক্রন ধরন শনাক্ত করা যায়। তা ছাড়া পিসিআর টেস্টের ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায়ও এ প্রযুক্তি কাজ করবে বলে জানান তিনি।

অধ্যাপক লি আরও বলেন, আশা করা যায় এ প্রযুক্তির মধ্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব। কোভিড-১৯ এর নতুন ধরন দ্রুত শনাক্ত ও মোকাবেলার চেষ্টা থাকবে।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: