শিরোনাম

South east bank ad

আজ কি বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেসবুক?

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

স্টাফ রির্পোটার :

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিয়ে চলছে তোলপাড়। অনেক রাষ্ট্রই ফেসবুকের একচ্ছত্র আধিপত্যে লাগাম টানতে চাইছেন। সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর জন্যও দায়ী করা হচ্ছে এই মাধ্যমটিকে। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় ফেসবুকের অনীহা নিয়েও চলছে সমালোচনা।

এরমধ্যেই গ্রাহকদের নিরাপত্তা দিতে নতুন ফিচার চালু করেছে ফেসবুক। ফেসবুক প্রোটেক্ট নামের ওই ফিচার চালু করতেই অনেকে মেইল পেয়েছেন।

ফেসবুক জানিয়েছে, যারা বার্তা পেয়েছেন তাদের বাধ্যতামূলকভাবে ওই ফিচার চালু করতে হবে। চালু না করলে ২৮ অক্টোবর থেকে ফেসবুকে প্রবেশ করতে পারবেন না ব্যবহারকারীরা। মূলত যাদের ফেসবুক অ্যাকাউন্ট বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে তারাই ফেসবুক প্রোটেক্ট করার বার্তা পেয়েছেন। ক্রমান্বয়ে সবার জন্য এ ফিচার চালু করবে ফেসবুক।

ফেসবুকে ভুয়া নাম ব্যবহার করলে, অন্য কারও পরিচয়ে অ্যাকাউন্ট খুললে, অবৈধ কিছু পোস্ট করলে, ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ লঙ্ঘন করলে কিংবা কাউকে হয়রানি করলেও অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: