শিরোনাম

South east bank ad

Sheba.xyz ও SWAP এর মধ্যে চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

Sheba.xyz, বাংলাদেশের বৃহত্তম অনলাইনভিত্তিক সার্ভিস প্লাটফর্ম এবং SWAP, বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রি-কমার্স ব্র্যান্ড যেখানে কাস্টমার তাদের অপ্রয়োজনীয় বা অব্যবহৃত পণ্য যেমন স্মার্টফোন, ল্যাপটপ, গাড়ি অথবা বাইক, ফার্নিচার এক বা একাধিক পরিমাণে বিক্রি করতে পারবে। SWAP-এর লক্ষ্য ই-ওয়েস্ট কমিয়ে, কাস্টমারের কাছে প্রযুক্তি সহজলভ্য করে সারকুলার ইকোনমি বর্ধিত করা। সম্প্রতি এই দুইটি কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। 

এই চুক্তির আওতায় Sheba.xyz এর গ্রাহকরা SWAP-এ নিজেদের ব্যবহৃত মোবাইল, ফার্নিচার, গাড়ি এবং মোটরবাইক বিক্রয় করতে পারবেন। SWAP-এ বিক্রিত বাসা বা অফিসের ফার্নিচারের বিক্রয় মূল্য বাংলাদেশের সর্ববৃহৎ সার্ভিস প্লাটফর্ম Sheba.xyz-এ ব্যবহার করে গ্রাহক কাস্টোমাইজড নতুন ফার্নিচারের আংশিক মূল্য পরিশোধ করতে পারবেন। এছাড়াও সোয়াপ এর গ্রাহকরা Sheba.xyz অ্যাপটি ডাউনলোড করে নতুন রেজিস্ট্রেশন করলেই পাবেন ২,৬৩০ টাকা সমমূল্যের সার্ভিস প্রোমোকোড। 

চলমান করোনা পরিস্থিতি বিবেচনা করে গত ২৬ই জুন, ২০২১ তারিখে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। Sheba.xyz-এর পক্ষ থেকে মোঃ জহির উদ্দিন - চিফ ফিনান্সিয়াল অফিসার, হাসান শরিফুল ইসলাম - ভাইস প্রেসিডেন্ট, সৈকত আকবর অপু - বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার, এবং তানভীর হোসেন - সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার উপস্থিত ছিলেন। SWAP-এর পক্ষ থেকে মিঃ পারভেজ হোসেন - সিইও, ইয়াসিন রকি - গ্যাজেট ক্যাটাগরি লিড , নুসরাত জাহান - ম্যানেজার, পিআর উপস্থিত ছিলেন।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: