সফটওয়্যার খাতে ক্যারিয়ার গড়তে দিনব্যাপী বিআইটিএম অ্যাডমিশন অনলাইন সামিট শুরু
বেসিস ও অঙ্গপ্রতিষ্ঠান বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজেমেন্ট (বিআইটিএম) আইটির উদ্যোগে সফটওয়্যার খাতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক ব্যক্তিদের জন্য শুরু হয়েছে বিআইটিএম অ্যাডমিশন সামিট জুলাই ২০২১।
আজ সোমবার ১ জুলাই থেকে আগামী রোববার ১১ জুলাই ২০২১ইং তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এ সামিট। সবার জন্য উন্মুক্ত এ সামিটে বিনা মূল্যে অংশ নেওয়া যাবে। ৬ দিনব্যাপী এ অনলাইন সামিটে রয়েছে ২০টিরও বেশি অনলাইন টেক সেশন, রয়েছে ৪টি সেমিনার এবং বেশকিছু বিষয়ভিত্তিক অনলাইন আড্ডা।