শিরোনাম

South east bank ad

সহজে ও কম খরচে এসএমই উদ্যোক্তাদের পণ্য পৌঁছে দেবে আজকের ডিল ডটকম

 প্রকাশ: ২১ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

এখন থেকে এসএমই উদ্যোক্তাদের পণ্য সহজে এবং কম খরচে ক্রেতাদের কাছে পৌঁছে দেবে আজকের ডিল ডটকম। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে এক সমঝোতা স্মারক সই করেছে এসএমই ফাউন্ডেশন। এসএমই উদ্যোক্তাদের অনলাইন মার্কেটপ্লেসে অন্তর্ভুক্তীকরণের লক্ষ্যে এ সমঝোতা স্মারক সই করা হয়। এসএমই ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে গতকাল রোববার ২০ জুন ২০২১ইং তারিখ আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে সই করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং আজকের ডিল ডটকমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর।
অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সমঝোতা স্মারকের আলোকে আজকের ডিল ডটকম প্লাটফর্মে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আলাদা পণ্য শ্রেণীভেদ থাকবে। এসএমই উদ্যোক্তাদের পণ্য এ প্লাটফর্মে অন্তর্ভুক্তীকরণে আজকের ডিল ডটকম প্রয়োজনীয় সব সেবা দেবে।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: