শিরোনাম

South east bank ad

প্রথমবারের মতো লাইকি’তে শপিং কার্ট ক্যাম্পেইন নিয়ে এল টেকনো মোবাইল

 প্রকাশ: ১৭ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

প্রথমবারের মতো লাইকি’তে শপিং কার্ট ক্যাম্পেইন নিয়ে এল টেকনো মোবাইল

বৈশ্বিকভাবে স্বীকৃত প্রিমিয়াম মোবাইল ব্র্যান্ড টেকনো সম্প্রতি এর স্পার্ক সেভেন প্রো স্মার্টফোনটির জন্য জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম লাইকি’তে SmileSnapshot শীর্ষক একটি হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু করেছে। উল্লেখ্য, বাংলাদেশে লাইকিতে শপিং কার্ট সুবিধার আওতায় এটিই সর্বপ্রথম হ্যাশট্যাগ ক্যাম্পেইন।

মোবাইল খাতের অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে টেকনো দেশে উদ্ভাবনী নানা ডিজিটাল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করে আসছে, পাশাপাশি গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে ব্র্যান্ডটি প্রতিনিয়ত নতুন উদ্যোগ গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায়, লাইকিতে শপিং কার্ট সুবিধাকে কাজে লাগিয়ে টেকনো এবারে সামাজিক যোগাযোগকে এক নতুন মাত্রা দান করেছে, এবং ক্রেতাদের কেনার ‘আগ্রহ’ ও ‘সিদ্ধান্ত’র মধ্যকার দূরত্বকে ঘুচিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করেছে।

SmileSnapshot মূলত সদ্য বাজারে আসা টেকনো স্পার্ক সেভেন প্রো স্মার্টফোনটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য স্মাইল-স্ন্যাপশটকে তুলে ধরে। স্পার্ক সেভেন প্রো’র ৪৮ মেগাপিক্সেল ট্রিপল এআই ক্যামেরার সাহায্য ব্যবহারকারীরা তাদের প্রতিটি প্রিয় মুহূর্ত ধারণ করতে পারবেন।
ক্যাম্পেইনে অংশগ্রহণের প্রক্রিয়াটিও সহজ। ব্যবহারকারীদেরকে টেকনো’র অফিশিয়াল মিউজিক ‘টেকনো স্পার্ক সেভেন প্রো’ -এর সুরের সাথে লাইকি ইনফ্লুয়েন্সারদের দেখানো একটি নাচের মুদ্রাকে অনুকরণ করতে হবে এবং ভিডিওতে SmileSnapshot হ্যাশট্যাগটি যুক্ত করতে হবে। ভিডিওর মান ও জনপ্রিয়তা যাচাই করে বিজয়ী নির্ধারণ করবে টেকনো। বিজয়ীদের মধ্যে শীর্ষস্থান অধিকারী পাবেন একটি স্পার্ক সেভেন প্রো মোবাইল, বাকিদের জন্যও থাকছে ম্যানচেস্টার সিটি’র জার্সি, ফুটবল এবং অন্যান্য আকর্ষণীয় উপহার।

ইনফ্লুয়েন্সারদের তৈরি ভিডিও উপভোগ করার পাশাপাশি ব্যবহারকারীরা শপিং কার্ট ফাংশনটি ব্যবহারের মাধ্যমে স্পার্ক সেভেন প্রো হ্যান্ডসেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং টেকনো’র মিনিসাইট https://shop.tecnomobilebd.com এর মাধ্যমে স্মার্টফোনটি ক্রয়ও করতে পারবেন।

ক্যাম্পেইনটি শুরু হয়েছে এ মাসের ১১ তারিখ এবং চলবে আগামী ২৫ মে পর্যন্ত।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: