প্রাইভেসি পলিসি না মানলে অনেক পরিষেবা বন্ধ করে দিবে হোয়াটসঅ্যাপ

১৫ মে থেকে হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি চালু হচ্ছে। আগে বলা হয়েছিল নতুন এই পলিসি না মানলে অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করে দেয়া হবে। কিন্তু নতুন খবর বলছে, পলিসি না মানলে অ্যাকাউন্ট ডিলিট হবে না, বিনিময়ে শাস্তির ব্যবস্থা করা হবে। হোয়াটসঅ্যাপ বলছে যারা নতুন প্রাইভেসি পলিসি মানবে না তাদের অনেক পরিষেবা বন্ধ করে দেয়া হবে। পরিষেবা সীমাবদ্ধ হয়ে যাবে। ইউজাররা আর আগের মতো হোয়াটসঅ্যাপের সমস্ত সুবিধা পাবেন না।
নতুন প্রাইভেসি পলিসি মেনে নেয়ার জন্য ১৫ মের পর ১২০ দিন সময় বেধে দেবে হোয়াটসঅ্যাপ। ইউজারদের কাছে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসবে। ভিডিও-অডিও, দুই রকম হোয়াটসঅ্যাপ কল আসবে, কিন্তু হোয়াটসঅ্যাপে না ঢুকে ইউজাররা মেসেজ পাঠাতে বা পড়তে পারবেন না। কিন্তু ১২০ দিন পর অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে তখন নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। এতে আপনার পুরোনো যাবতীয় চ্যাট মুছে যেতে পারে।