করোনা মোকাবেলায় ভারতকে ১৩৫ কোটি রুপি দিচ্ছে গুগল

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। তাই করোনা মোকাবেলায় ভারত ১৩৫ কোটি রুপি অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে গুগল সিইও সুন্দর পিচাই। উল্লেখ্য সুন্দর পিচাই ভারতীয় বংশদ্ভূত।
গুগল সিইও সুন্দর পিচাই টুইটারে জানিয়েছেন, 'ভারতে ক্রমবর্ধমান কোভিড সংকট দেখে বিধ্বস্ত। গুগল এবং গুগলের কর্মীরা ভারতকে ১৩৫ কোটি রুপি সাহায্য করছে। মেডিক্যাল সাপ্লাই, ক্রিটিকাল কেয়ার তথ্যের জন্য এই টাকা খরচ করবে ইউনিসেফ ও গিভ ইন্ডিয়া।
এছাড়াও গিভ ইন্ডিয়া নামের নন প্রফিট অর্গানাইজেশনের মাধ্যমে এই কঠিন সময়ে যে সব পরিবারের আর্থিক সাহায্যের প্রয়োজন তাদের আর্থিক সাহায্য করা হবে। ভারতে গুগলের প্রধান সঞ্জয় গুপ্তা জানিয়েছেন, 'গুগলের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এই মহামারির ভয়াবহতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমরা এই পরিস্থিতিতে কীভাবে দেশের নাগরিকদের সাহায্য করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা করছি।