কয়েকটি অডিও সেবা চালু করতে যাচ্ছে ফেসবুক
আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি অডিও সেবা চালু করতে যাচ্ছে ফেসবুক। গত সোমবার ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, অডিও সেবা হিসেবে জনপ্রিয় ক্লাবহাউস অ্যাপের মতো লাইভ অডিও রুমসহ পডকাস্ট অনুসন্ধান এবং শোনার প্রযুক্তিও আনা হবে। ব্যবহারকারীরা এই অডিও ফিচারে লাইভ আলাপচারিতা শোনার পাশাপাশি অংশগ্রহণও করতে পারবেন। অডিও লাইভ রুম সেবাটি মেসেঞ্জার এবং ফেসবুক উভয় প্ল্যাটফর্মেই মিলবে। এ সেবার মাধ্যমে ব্যবহারকারীদের আয়েরও সুযোগ দেবে প্রতিষ্ঠানটি।
জাকারবার্গ বলেন, সংক্ষিপ্ত অডিও-ক্লিপ বানানো এবং শেয়ারের সুবিধা সম্পন্ন সেবা 'সাইন্ডসবাইটস' চালু করা হবে। অডিও কোয়ালিটি বাড়াতে আগামী গ্রীষ্ফ্মের মধ্যেই আমরা নতুন প্রযুক্তিটি চালু করতে পারব বলে আশাবাদী। প্রযুক্তিটি ফেসবুকের লাইভ অডিও রুমে ব্যবহার করা হবে। এতে করে রুমে যুক্ত ব্যবহারকারীরা অডিওর মাধ্যমে আরও সহজেই নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে। ফটো এবং ভিডিওর পর সহজ যোগাযোগে অডিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। পাশাপাশি ফেসবুকে গান শোনা এবং শেয়ারের সুবিধা দিতে স্পটিফাইয়ের সঙ্গে 'প্রজেক্ট বুমবক্স' নিয়ে কাজ করছে মার্কিন এ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মটি।
মূলত অডিওভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম 'ক্লাবহাউস'-এর দ্রুত জনপ্রিয়তা ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা জাকারবার্গকে অডিও সেবা নিয়ে কাজের উৎসাহ জুগিয়েছে। করোনাকালীন ঘরবন্দি মানুষের যোগাযোগে নতুন মাত্রা দিয়েছে অডিও-ভিডিও অ্যাপ। এর মধ্যে ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম জুমের কথা বলা যেতে পারে। তবে একেবারে করোনার সময়ে উন্মোচিত হওয়ার পরপরই হু হু করে ডাউনলোড হয়েছে ক্লাবহাউস। ক্লাবহাউসে ব্যবহারকারীরা অডিও বার্তা বিনিময়, লাইভ মিটিংসহ একসঙ্গে পাঁচ হাজার মানুষের অডিও কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ দেয়। অ্যান্ড্রয়েড সংস্করণ না থাকলেও ২০২০ সালে চালু হওয়া অ্যাপটির বাজারমূল্য এখন ৪০০ কোটি ডলার! ক্লাবহাউসের এই জনপ্রিয়তায় টুইটার, মাইক্রোসফট, ডিসকোর্ড, রেডিট, স্ল্যাক এবং স্পটিফাই প্রভৃতি প্রতিষ্ঠান একই ধরনের সেবা চালু করছে। এই তালিকায় এবার যুক্ত হলো ফেসবুক।