শিরোনাম

South east bank ad

ক্রায়োলান বাংলাদেশের অফিশিয়াল স্টোর উদ্বোধন

 প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

ক্রায়োলান বাংলাদেশের অফিশিয়াল স্টোর উদ্বোধন

ক্রায়োলান বাংলাদেশের অফিশিয়াল স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে প্রফেশনাল মেকআপ ব্র্যান্ডটির বাংলাদেশ ডিস্ট্রিবিউটর ফেইস মি লিমিটেড। সম্প্রতি আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে জার্মানি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী উলফ্রাম ল্যাংগার এবং মালগোরজাতা ল্যাংগার উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে ভারতের ক্রায়োলান কসমেটিকস লিমিটেডের সিইও কেআর মাধিভানান, ফেইস মি লিমিটেডের চেয়ারম্যান একরাম হোসেন এবং এমডি বিনাস হোসেন উপস্থিত ছিলেন।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: