শিরোনাম

South east bank ad

মাইক্রোসফট এর আউটলুক মেইলে এবার লাভ, সেলিব্রেশন, লাফটার, সারপ্রাইজ ও স্যাডনেস বাটন

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

মাইক্রোসফট এর আউটলুক মেইলে এবার লাভ, সেলিব্রেশন, লাফটার, সারপ্রাইজ ও স্যাডনেস বাটন

ইমোজি এখন মনের ভাব প্রকাশের মাধ্যম। যা মুখে বলা যায় না তা ইমোজি দিয়ে প্রকাশ করা যায়। তবে এটাও ঠিক, দাফতরিক কাজে ইমোজির ব্যবহার মানানসই নয়।

তবে দিন বদলাচ্ছে। ‘ওয়ার্ক ফ্রম হোম’ এর কারণে বসেরা অনেক কর্মীদের চেহারা দীর্ঘদিন ধরে দেখতে পারছেন না। তাই কর্মীর মনোভাব ও প্রতিক্রিয়ার কথা জানানোর জন্য মেইলে ইমোজি যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। তাদের আউটলুক মেইলে এবার লাভ, সেলিব্রেশন, লাফটার, সারপ্রাইজ ও স্যাডনেস বাটন দেখা যাবে।

ইমেইল মেসেজ লাইক করারও অপশন থাকবে এতে। তবে ভুল ইমোজির ব্যবহার চাকরিকে হুমকির মুখে ফেলতে পারে। কাজ শেষে বসের জন্য ওভারটাইম করতে গিয়ে মেইলে স্যাড ইমোজি দেওয়া বিপদজনক। অনেক সময় মেইলে কী লেখা আছে তা ঠিকমতো অনেকে পড়েন না বা পড়লেও ভুলভাল অর্থ বের করেন। না বুঝে ভুল ইমোজি দিলে কর্মীরাই বিপদে পড়বেন।

প্রতিদিন শত শত মেইলের রিপ্লাই দিতে গিয়ে ভুল হতেই পারে। তবে এটাও ঠিক, ইমোজি দিয়ে রিপ্লাই দিলে বাড়তি কথা লেখার হাত থেকে নিস্তার পাবেন কর্মীরা।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: