শিরোনাম

South east bank ad

মেডিক্যাল রোবোটিক্স প্রতিযোগিতায় এমআইএসটির গ্লোবাল চ্যাম্পিয়নশীপ অর্জন

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

মেডিক্যাল রোবোটিক্স প্রতিযোগিতায় এমআইএসটির গ্লোবাল চ্যাম্পিয়নশীপ অর্জন

যুক্তরাজ্য রোবোটিক্স এন্ড অটোনোমাস সিস্টেম (UKRAS) নেটওয়ার্কের পৃষ্ঠপোষকতায় ‘Medical Robotics for Contagious Diseases Challenges 2020’ (Application বিভাগ) এ মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) ছাত্রদের একটি দল চ্যাম্পিয়ন হয়। যার ফলে ৫০০০ ব্রিটিশ পাউন্ড প্রাইজ মানি অর্জন করেছে। ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন আয়োজিত অত্যন্ত মর্যাদাপূর্ণ বিশ্বজনীন এই প্রতিযোগিতার অনলাইন পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত ০৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়।

অন্য দুই বিজয়ী প্রতিষ্ঠান হচ্ছে যুক্তরাষ্ট্রের জনহপকিন্স বিশ্ববিদ্যালয় (উদ্ভাবনবিভাগ) এবং যুক্তরাজ্যের লীডস বিশ্ববিদ্যালয় (ডিজাইন বিভাগ)। এমআইএসটির এই দলটি ‘UVC Purge V’নামের একটি UVC Disinfection Robot তৈরী করেছে।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: