শিরোনাম

South east bank ad

গুগল ক্যামেরা অ্যাপের সোস্যাল শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপের অনুপস্থিতি

 প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

গুগল ক্যামেরা অ্যাপের সোস্যাল শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপের অনুপস্থিতি

বিশ্বজুড়ে চলমান বিতর্কের মধ্যেই হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ আনা হয়েছে। এর পর থেকে গুগল ক্যামেরা অ্যাপের সোস্যাল শেয়ার অপশনে আগের মতো আর হোয়াটসঅ্যাপ বাটন দেখা যাচ্ছে না।

ছবি তোলা ও ছবি ব্যবস্থাপনার অ্যাপ ‘গুগল ক্যামেরা’ মূলত গুগলের তৈরি পিক্সেল সিরিজের স্মার্টফোনে কাজ করে। এ অ্যাপ দিয়ে ছবি তোলার পর সেখানে নিচের দিক দেয়া সোস্যাল বাটনে ক্লিক করে দ্রুত ছবি শেয়ার করা বা পাঠানো যায়। এবার সেই সোস্যাল বাটন তালিকা থেকে আকস্মিক হোয়াটসঅ্যাপ উধাও হয়ে গেছে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের অ্যাপ হালনাগাদের পর এমনটি হয়েছে। সে কারণে ধারণা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষই সুবিধাটি সরিয়ে নিয়েছে। অবশ্য কারিগরি ত্রুটির কারণেও এমনটা ঘটে থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: