শিরোনাম

South east bank ad

ইউআইটিএস স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   শিক্ষাঙ্গন

ইউআইটিএস স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রাজধানীর ভাটারায় (বারিধারা, ব্লক-জে) নির্মিত এ স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দেয় কমিশন। এর আগে কমিশন কর্তৃক গঠিত চার সদস্যের একটি প্রতিনিধি দল ক্যাম্পাসটি পরিদর্শন করেন। পরিদর্শনের পর প্রতিনিধি দলের জমা দেয়া প্রতিবেদন অনুসারে এ অনুমোদন দেয়া হয়।

স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দেয়ায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্যরা ও উপাচার্যসহ ইউআইটিএস কর্তৃপক্ষ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও রাজউকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

BBS cable ad

শিক্ষাঙ্গন এর আরও খবর: