স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি মুহম্মদ নুরুল হুদা।
এছাড়া অন্যদের মধ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনসহ শিক্ষক কর্মকর্তারা অংশ নেন।