শিরোনাম

South east bank ad

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন

 প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   শিক্ষাঙ্গন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ২০২১ উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্থাপিত “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার” শুভ উদ্বোধন এবং গবেষকদের মধ্যে “গবেষণা স্বর্ণপদক ও সম্মাননা প্রদান” নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন এবং স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করেন মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্থপতি ইয়াফেস ওসমান।

মন্ত্রী বলেন, আমরা যারা দেশ সেবার ব্রত নিয়ে কাজ করছি তাদেরকে জাতির প্রয়োজেন এগিয়ে আসতে হবে। শুধু বিজ্ঞানী বা গবেষক হলেই হবে না, আমাদেরকে আদর্শ মানুষ হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকীকে স্বরণীয় করে রাখতে বিভিন্ন কার্যকক্র চালিয়ে যাচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। যেমন: বঙ্গবন্ধু কর্ণার স্থাপন, বঙ্গবন্ধুর রচিত বই বিতরণ এবং গবেষকদের মধ্যে স্বর্ণপদক ও সম্মাননা প্রদান।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ও এফবিসিসিআইর এর সাবেক সভাপতি জনাব এম এ কাসেম। আর উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গবেষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

BBS cable ad

শিক্ষাঙ্গন এর আরও খবর: