ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর আলোচনা সভা

জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. এমরান পারভেজ খান। বিশেষ আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমামুনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের মনোয়ারা সিকদার হলের প্রভোস্ট ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ফাতেমা আক্তার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. সাইফুজ জামান, প্রভাষক, আইন বিভাগ।