শিরোনাম

South east bank ad

আহা, কানাডায় যদি একখান বান্ধবী থাকতো!

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সম্পাদকীয়


হাসানুজ্জামান সাকী:
যদি কোনো মেয়েকে প্রশ্ন করা হয়, সারা পৃথিবীতে তাদের সবচেয়ে পছন্দের রাষ্ট্র বা সরকার প্রধান (পূরুষ) কে? আমি নিশ্চিত, তাদের প্রায় সবার উত্তর হবে-- জাস্টিন ট্রুডো। যাক সে গল্পে পরে আসছি।
দিন কয়েক আগে ফেইসবুকে আমি একটি ছবি দিয়েছিলাম। নিসর্গের কাছাকাছি, নদীর কাছাকাছি। কিন্তু ছবিতে গাছগাছালি থাকলেও নদ-নদী ছিল না। তাই অনেকেই প্রশ্ন করেছিলেন, নদী কোথায়? এবার বলি তাহলে শুনুন। এই যে দেখুন, আমাদের পেছনে ডেট্রয়েট রিভার। নদীর ওপারে যে শহরটি দেখা যাচ্ছে সেটি কানাডার উইন্ডসর সিটি। আমেরিকার মিশিগানের মানুষ যখন-তখন নদী পার হয়ে চলে যায় কানাডায়। আমাদের বন্ধু আমেরিকার নাগরিক ইকবাল ফেরদৌস তো পরিকল্পনা করে ফেলেছেন উইন্ডসরে রেস্টুরেন্ট খুলবেন। সকাল বিকাল গিয়ে ব্যবসা দেখে আসবেন। কী মজা, তাই না?
যে ব্রিজটি দিয়ে উইন্ডসর সিটিতে যেতে হয় সেই সেতুটির নামটাও খুব প্রাসঙ্গিক-- অ্যাম্বাসেডর ব্রিজ। এই ব্রিজের অর্ধেক মালিকানা আমেরিকার অর্ধেক কানাডার। ব্রিজটি সংস্কারের প্রয়োজন হলে ভাগাভাগি করে দুই দেশ সংস্কার কাজ সম্পন্ন করে।
যাই হোক, এবার জাস্টিন ট্রুডো ও আমার বান্ধবী না থাকার প্রসঙ্গে আসি। করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্ত বন্ধ। কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফা পিছিয়ে গেছে সীমান্ত বন্ধের মেয়াদ। তাই দুটি দেশের মধ্যে স্থল পথে ভ্রমণ নিষিদ্ধ। দুটি দেশের প্রিয়জনরা অনেক দিন ধরে পরষ্পরের সাথে দেখা-সাক্ষাত করতে পারছেন না। আমারও ছয় মাস আগে থেকেই কানাডা যাওয়ার দিনক্ষণ ঠিক করা ছিল-- ১০ মে ২০২০। কিন্তু বিধিবাম!
কানাডা শান্তির দেশ, ভালবাসার দেশ। এই দেশের "প্রেমিক" প্রেসিডেন্ট একটি সিদ্ধান্ত নিয়েছেন। কানাডায় প্রেমিক-প্রেমিকা থাকলে সীমান্তে আটকাবে না দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে কানাডা ছেড়ে নিজ দেশে ফিরেছেন অনেকেই। ফিরে যাওয়া কেউ কেউ আবার কানাডায় রেখে এসেছেন তাদের মনের মানুষকে। এমন প্রেমিক-প্রেমিকাদের জন্য নি:সন্দেহে এটি স্বস্তির খবর। কানাডায় প্রেমিক বা প্রেমিকা থাকলে অন্য দেশ থেকে প্রবেশ করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না।
আহা! কানাডায় যদি আমার একখানা বান্ধবী থাকতো!!
(হাসানুজ্জামান সাকী,বিশিষ্ট সাংবাদিক নিউইয়র্ক)

BBS cable ad

সম্পাদকীয় এর আরও খবর: