শিরোনাম

South east bank ad

আতঙ্কগ্রস্থ হয়ে বাজারের উপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকাটা জরুরি

 প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সম্পাদকীয়

(এহছান খান পাঠান) কায়মনোবাক্যে আশা করি করোনায় কোনো প্রাণ না ঝরুক, সচেতনতা বাড়ুক সর্বস্তরের মানুষের মধ্যে। পেশাগত কারণে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না এমনটা করতে পারছি না। গত ২দিনে ঢাকা শহরে একটা বিষয় খেয়াল করলাম। বাইরে যারা যাচ্ছেন কমবেশি সবাই মাস্ক পরছেন। মোড়ে মোড়ে দাড়িয়ে অনেকেই মাস্ক বিক্রি করছেন। দাম প্রকারভেদে ২০-৩০-৪০টাকা। পর্যাপ্ত এবং পর্যাপ্ত মাস্ক আছে। সাবান-স্যানিটাইজার , গ্লাভস তথা প্রয়োজনীয় উপকরণ এর অপ্রতুলতা খেয়াল করিনি। মনে হচ্ছে ২-৩ দিনের মধ্যে এসব উপকরণ আরো সহজলভ্য হবে। যেকোন দুর্যোগকালীন সময়ে কর্মক্ষম জনগোষ্ঠী বিশাল সম্পদ বলে আবারো প্রমাণ হলো। পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) এর অপ্রতুলতা হয়তো কেটে যাবে অচিরেই। বাজার নিয়ন্ত্রণেই এখন মুল ফোকাস দিতে হবে। আতঙ্কগ্রস্থ হয়ে বাজারের উপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকাটা জরুরি।
BBS cable ad

সম্পাদকীয় এর আরও খবর: