শিরোনাম

South east bank ad

আগামী অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৮ শতাংশ

 প্রকাশ: ০১ এপ্রিল ২০১৮, ১২:০০ পূর্বাহ্ন   |   সম্পাদকীয়

আগামী অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৮ শতাংশ
সরকারের ধারাবাহিকতার কারণে অর্থনৈতিক প্রবিদ্ধ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এ অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল সাত দশমিক চার শতাংশ। আশা করছি সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সাত দশমিক পাঁচ শতাংশে পৌঁছাব। এছাড়া আগামী অর্থবছরে আমরা অনেক সর্তকতার সঙ্গে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এবার আমাদের টার্গেট সাত দশমিক আট শতাংশ। শনিবার (৩১ মার্চ) মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জে বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্সপ্রাপ্ত মেঘনা ইকোনমিক জোনের ৫টি শিল্প প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, রেলপথমন্ত্রী মজিবুল হক। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এসডিজি বাস্তবায়নের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, স্বাধীনতার ৪৭ বছরে আমাদের সত্যিকারের শিল্পায়ন হয়নি। আমরা এতোদিন শুধু গাড়ির পেইন্টিং করা শিখেছি। বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে শিল্পায়ন হচ্ছে। তিনি বলেন, আমরা প্রায়াশই বলি অর্থনৈতিক উন্নয়নে সবকিছু করা হবে, আসলে বাস্তবে দেখা যায় অনেক কিছুই বাস্তবায়ন হয় না। আমাদের অবকাঠামো সুযোগ-সুবিধা নিশ্চিত হয় না। যে কারণে শিল্প প্রসারে ওভাবে অগ্রসর হয়নি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ইকোনমিক জোনের অনুমতিপ্রাপ্ত হয়ে ইতোমধ্যে দু’টি জোনে তিন হাজার কোটি টাকা ব্যয়ে আটটি নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছি। যেখানে পাঁচ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আরো ১০টি শিল্প প্রতিষ্ঠান বর্তমানে নির্মাণাধীন রয়েছে। এসব প্রতিষ্ঠানে অপারেশন শুরু হলে প্রায় এক লাখ লোকের কর্মসংস্থানের সযোগ সৃষ্টি হবে।
BBS cable ad

সম্পাদকীয় এর আরও খবর: