শিরোনাম

South east bank ad

নির্যাতিতের পাশে থাকা কোনকালেই লাভজনক ছিলনা !!!!!!

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   সম্পাদকীয়

নির্যাতিতের পাশে থাকা কোনকালেই লাভজনক ছিলনা !!!!!!
এহছান খান: মিয়ানমারের রোহিঙ্গাদের ‘জাতিগত নির্মূলের’ তথ্য প্রকাশকারীদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। আমেরিকা ভিত্তিক সংবাদ সংস্থা ডেইলি বিস্টের বরাতে দ্য গার্ডিয়ানে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী যে পাশবিক নির্যাতন চালাচ্ছে সে ছবি ও ভিডিওগুলো কেউ পাবলিশ করলে তা ফেসবুক থেকে মুছে ফেলা হচ্ছে। শুধু তাই নয়, অ্যাকাউন্টগুলো সাময়িক স্থগিত করা হচ্ছে। এরই মধ্যে অনেক অ্যাকাউন্ট বন্ধও করা হয়েছে। এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র রুচিকা বুধরাজা বলেন, আমরা একটি নিরাপদ ও সম্মানসূচক জায়গা নিয়ে কাজ করছি, যেখানে মানুষ দায়িত্বের সঙ্গে সব ভাগাভাগি করে নিবে। তিনি বলেন, আমরা চেস্টা করছি ফেসবুকের নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড রক্ষা করার। এসব ছবি ও ভিডিও মুছে ফেলার বিষয়ে রুচিকা বুধরাজা বলেন, কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে থাকার কারণেই সেগুলো মুছে ফেলা হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী যে পাশবিক নির্যাতন চালাচ্ছে তা প্রতিকারের সুযোগতো মার্ক জুকার্বাগের ফেসবুকের নাই তাই নির্যাতনের ছবি ও ভিডিওগুলো ফেসবুক থেকে মুছে ফেলে ফেসবুক আসলেই ধন্যবাদ পাবার মত কাজ করছে!!!!!! তবে এটাও সত্য যে অনেকে না বুঝে , না জেনে যেকোনে নির্যাতনের ছবিকে রোহিঙ্গা নির্যাতন বলে চালিয়ে দিচ্ছেন। আবার কিছু নির্যাতনের ছবি বা ভিডিও এতটাই অমানবিক যে তা সত্য হলেও প্রকাশযোগ্য থাকে না। কারণ সব শ্রেনীর মানুষ ফেসবুকে থাকেন। (সাংবাদিক এহছান খান এর ফেসবুক ওয়াল থেকে) এহছান খান: বার্তা সম্পাদক, দৈনিক অর্থনীিতির কাগজ ব্যবস্থাপনা পরিচালক , আইসিটি ক্যারিয়ার চেয়ারম্যান, নাছিমা এনাম ফাউন্ডেশন
BBS cable ad

সম্পাদকীয় এর আরও খবর: