ধিক্কার জানাই সেই খুনিদের
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতা খানি,
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম “৷
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।
বঙ্গবন্ধু ও আমাদের স্বাধীনতা সংগ্রামকে এভাবে কবিতায় ফুটিয়ে তুলেছেন কবি নির্মলেন্দু গুণ । তার কবিতার মতো প্রতিটি বাঙালির জানা, শেখ মুজিবুর রহমানই আমাদের ঠিকানা। আমরা যে আজ স্বাধীন তার কারণ বঙ্গবন্ধু। আমরা যে আজ বাংলাদেশ তার নেপথ্যে শেখ মুজিব। মা-বাবার খোকা থেকে তিনি আমাদের জাতির জনক। মহান স্বাধীনতা সংগ্রামসহ বহু সংগ্রামের কারিগর আমাদের জাতির জনক। অথচ অকৃতজ্ঞ এই মাটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট মধ্যরাতে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হত্যা করে শেখ মুজিব এবং তাঁর পরিবারের সদস্যদের। সেই কালোরাতে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। সদ্য স্বাধীন হওয়া বাঙালি জাতির জীবনে এক অপূরণীয় ক্ষতি নিয়ে আসে ওই নারকীয় হত্যাকাণ্ড, তৈরি করে রাজনৈতিক শূন্যতা, ব্যাহত হয় গণতান্ত্রিক উন্নয়নের ধারা। যার প্রভাব এখনও বয়ে বেড়াতে হচ্ছে জাতিকে। সেই নারকীয় হত্যাকাণ্ডকে আমরা ধিক্কার জানাই, সেইসঙ্গে শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের প্রতি। দেশজুড়ে নানা কর্মকাণ্ডের মাধ্যমে পালিত হচ্ছে দিবসটি। শুধু দেশই নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশিরা দাবি জানাচ্ছেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের ফিরিয়ে এনে বিচারিক রায় কার্যকরের। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রবাসীদের আরও সোচ্চার হওয়া উচিত। সেইসঙ্গে বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে বলে আমাদের আশাবাদ। ১৫ আগস্টের আগে যে বিভক্তির রাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছিল এবং হত্যাকাণ্ডের পরে কুচক্রীদের উম্মোচিত চেহারা থেকে রাজনীতিবিদ ও নীতি নির্ধারকদের শিক্ষা নেয়া উচিত বলেও আমরা মনে করি। জাতির জনক ও তার পরিবারের প্রতি এক সমুদ্র শ্রদ্ধা।