শিরোনাম

South east bank ad

জনস্বার্থে নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

০৪ জানুয়ারী ২০২১ নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন-এঁর সদয় নির্দেশনা মোতাবেক মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের কয়েকটি পুকুরে অন্যান্য মাছের সাথে নিষিদ্ধ পিরানহা মাছ চাষ করায় তৎক্ষনাৎ দুই মৎস্য চাষীকে মৎস্য রক্ষা ও সংরক্ষন বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী ৭০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইকবাল হাসান।
মূলত রুপচাঁদা বলে বাজারে পিরানহা মাছ বিক্রি করা হয় যা এক ধরণের রাক্ষুসে মাছ ও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সকলকে এ বিষয়ে সতর্ক থাকার জন্যে এবং পিরানহা চাষাবাদ ও ক্রয়- বিক্রয় থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হল।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশ, নরসিংদী এবং উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, মনোহরদী।
জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: