শিরোনাম

South east bank ad

পটুয়াখালীতে পৌরসভা নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করলেন: ডিসি মতিউল ইসলাম

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

পটুয়াখালী জেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আজ ভোটারদের ব্যাপক উপস্থিতিতে এবং উৎসব মুখর পরিবেশে কুয়াকাটা পৌরসভা নিবার্চন, ২০২০ অনুষ্ঠিত হচ্ছে । উক্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী কুয়াকাটা পৌরসভার ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এসময় তিনি সম্মানিত ভোটারদের সাথে কথা বলেন এবং নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের অনুরোধ করেন। ভোট কেন্দ্রে পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জনাব মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; জনাব জিয়াউর রহমান খলিফা, জেলা নির্বাচন কর্মকর্তা; জনাব আবুল হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার, কলাপাড়া; জনাব আব্দুর রশীদ, উপজেলা নির্বাচন অফিসার, কলাপাড়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ। ভোট কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সকলে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: