শিরোনাম

South east bank ad

মাস্ক না পড়লে হবে জেল: ফরিদপুর জেলা প্রশাসক

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

চলমান করোনার পরিস্থিতির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নানা উদ্যোগ নিচ্ছে সরকার। ইতোমধ্যে জনগণকে মাস্ক পড়তে জরিমানার ব্যবস্থাও করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ফরিদপুর সদরসহ বিভিন্ন উপজেলায় চালানো হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। গত কয়েকদিনে জেলা প্রশাসন নিয়োজিত ম্যাজিস্ট্রেটরাও অনেককে জরিমানা করেছেন। এবার ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার জানিয়ে দিয়েছেন, মাস্ক না পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬/৭ দিনের জেল হবে। এ বিষয়ে মন্ত্রি পরিষদ থেকে কঠোর নির্দেশনাও এসেছে বলে জেলা প্রশাসক জানান। মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তবে তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, কোনো দোকানদারও যদি মাস্ক বিহীনভাবে থাকে তাকেও জেল-জরিমানার আওতায় আনা হবে। এজন্য আমাদের প্রশাসনের টিম সর্বদা মাঠে কাজ করছে।

উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) দীপক কুমার রায়, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ মরিয়ম বেগম, করিম গ্রুপের সত্ত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোলা, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আউলাতে হোসেন বাবর প্রমুখ।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: