"বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না"- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
"বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না"- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১ম পর্যায়ে ক-শ্রেণির (ভূমিহীন ও গৃহহীন) ৪৫০ টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে; যার কাজ পুরোদমে চলছে।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার (কলাপাড়া), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন এইসব ঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। আশা করা যাচ্ছে জাতির পিতার জন্মশতবর্ষ "মুজিববর্ষেই" ঘরগুলোর নির্মাণ কাজ যথাযথভাবে সম্পন্ন হবে।


