শিরোনাম

South east bank ad

জনস্বার্থে জেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

২৩ নভেম্বর ২০২০ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সদয় নির্দেশনা মোতাবেক নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন আন্তঃজেলা পাবলিক বাসে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার এর নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় কয়েকটি আন্তঃজেলা পাবলিক বাসে তল্লাশী করে ০৪(চার) জন ব্যক্তিকে আনুমানিক ০৩(তিন) কেজি গাঁজা বহনরত অবস্থায় পাওয়ায় তাদের সকলকেই ভ্রাম্যমান আদালতে ০৬(ছয়) মাসের কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হয়।
টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশ, নরসিংদী এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যগণ।
নরসিংদী জেলায় মাদকের ব্যবহার ও জেলাধীন মহাসড়ক ব্যবহার করে আন্তঃজেলা মাদক পরিবহন নিয়ন্ত্রনে জেলা প্রশাসনের টাস্কফোর্সসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: