শিরোনাম

South east bank ad

ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার এর দ্বিতীয় পর্যায়ের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

১৬ নভেম্বর ২০২০ ভূমি সংস্কার বোর্ড-এর চেয়ারম্যান ইয়াকুব আলী পাটওয়ারী এর সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুজ্জামান চৌধুরী, এমপি, মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী, সচিব, ভূমি মন্ত্রণালয়।
প্রধান অতিথি তার বক্তব্যে ভূমি রাজস্ব আদায়ের লক্ষ্যে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার এর দ্বিতীয় পর্যায়ের পাইলটিং কার্যক্রম সফল করার লক্ষ্যে সকলকে সহযোগিতা করার আহবান জানান। তিনি বলেন এই প্রকল্পকে যেন টেকসই করা যায় এবং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় সহজেই সেবা পৌছানো যায় সেই বিষয়ে সকলকে নিরলসভাবে কাজ করতে হবে।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্হাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন মাঠ প্রশাসনে কর্মরত বিভাগীয় কমিশনারগণ, বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ। এ সময় আরও উপস্হিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আরডিসি এবং সহকারী কমিশনার ভূমিবৃন্দ।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: