মুজিববর্ষে কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না: ফরিদপুর জেলা প্রশাসক
ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দেশের কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এটি সরকারের পরিকল্পনা।
সোমবার দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বই, ক্ষুদ্রঋণ ও অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুজিববর্ষে একটা মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। মুজিববর্ষে কোনো লোক যেন গৃহহারা না থাকেন সে বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা সেই লক্ষে কাজ করছি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ।
এ সময় উপজেলা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মাহাবুবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২৬৩টি প্রতিবন্ধী ভাতার বই, ৯৯টি প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক ও ৩৯ জনকে ক্ষুদ্র ঋণ দেয়া হয়।
এর আগে জেলা প্রশাসক অতুল সরকার আলফাডাঙ্গা থানা পরিদর্শন করেন। এসময় আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।