South east bank ad

ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ০৮ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে জেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দীপক কুমার রায়, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ ছাইফুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল ফয়েজ, রাসিনের উপপরিচালক আসমা আক্তার মুক্তা প্রমূখ।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় শীতের শুরুতে করোনা প্রতিরোধে দ্বিতীয় ধাপে মোকাবেলা বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। মধুখালী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সনাতন ধর্মলম্বীদের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধুবাদ জানান বক্তারা।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: