"বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০" উপলক্ষে যুব সংগঠক ও আত্মকর্মীদের মাঝে পুরস্কার এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান
"মুজিববর্ষের আহবান
যুব কর্মসংস্থান"
আজ ০১ নভেম্বর ২০২০ তারিখ "বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০" উদযাপন উপলক্ষে জুম কনফারেন্সের মাধ্যমে আয়োজিত আলোচনা সভা এবং পুরস্কার, সনদপত্র ও ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধাকে কাজে লাগাতে যুবসমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল ও উৎপাদনমুখী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিল্প অধ্যুষিত নরসিংদী জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেক যুবক যাতে সফল কর্মী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে সে লক্ষ্যে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এসময় শ্রেষ্ঠ যুব সংগঠক ও আত্মকর্মী হিসেবে ৪ জনকে পুরস্কৃত করা হয় এবং ৭ জন আত্মকর্মীর মাঝে মোট ৪ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ ও প্রশিক্ষণ সমাপ্তকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

