জেলা প্রশাসনের সমন্বিত ত্রাণ কার্যক্রমঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ইউনিটের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
আজ ১৯ অক্টোবর ২০২০ উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, নরসিংদী এর সম্মানিত সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
সেবাধর্মী প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী ইউনিটের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে ও সরকারি নির্দেশাবলীর আলোকে সরকারি, বেসরকারি ও আধা- সরকারি প্রতিষ্ঠানসহ সকলকে সমন্বিত কার্যক্রম ও পূর্বপ্রস্তুতি গ্রহণের জন্য আহবান জানান।


