শিরোনাম

South east bank ad

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ উপলক্ষে মোবাইল কোর্টের অভিযান

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

'মা ইলিশ সংরক্ষণ অভিযান, ২০২০' উপলক্ষে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর, ২০২০ পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ, বিপণন নিষিদ্ধ করা হয়েছে। উক্ত বাজার সমূহে ইলিশ মাছ প্রদর্শন, সংরক্ষণ ও বিক্রয় করা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি করা হয়। এসময় উক্ত বাজারসমূহের কোন দোকানেই ইলিশ মাছ বিক্রি করতে দেখা যায়নি। কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আগামী ২২ দিন ইলিশ মাছ বিক্রয় বন্ধ রাখতে সংশ্লিষ্ট বিক্রেতাদের নির্দেশ দেন।
উক্ত অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রাকিবুল হাসান, জনাব দেবাশীষ বসাক এবং জনাব শারমিন জাহান লুনা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করে মৎস্য অধিদপ্তর, খুলনা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ। আলুর মূল্য জনসাধারণের হাতের নাগালে রাখতে এবং মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন, খুলনার এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: