শিরোনাম

South east bank ad

বানিশান্তা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে যৌনপল্লীর কিশোর কিশোরীদের হোস্টেল নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

জেলা প্রশাসন, খুলনা'র উদ্যোগে আমতলা বানিশান্তা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে যৌনপল্লীর কিশোর কিশোরীদের হোস্টেল নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় আজ। জেলা প্রশাসন, খুলনা'র আয়োজনে এই অনুষ্ঠানে সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জুম অ্যাপে সংযুক্ত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ জয়নুল বারী। বিশেষ অতিথি হিসেবে জুম অ্যাপে সংযুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা জনাব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব ড. মোঃ আবুল হোসেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়, খুলনা'র পরিচালক জনাব মোঃ আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা জনাব গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা জনাব মোঃ আহসান উল্লাহ শরিফী, জেলা সমাজসেবা কার্যালয়, খুলনা'র উপ-পরিচালক খান মোতাহার হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: