করোনায় কোচিং সেন্টার খোলা রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন পটুয়াখালী
চলমান করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেছে। কিন্তু বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যাচ্ছে যে, কোন কোন শিক্ষক সরকারের এ নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখছেন । এইসব অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালী জেলার সদর ও কলাপাড়া উপজেলার ১৫টি কোচিং সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে যেসব শিক্ষকবৃন্দ কোচিং সেন্টার খোলা রেখেছেন তাদেরকে সতর্ক করা হয় এবং 'কোচিং সেন্টার বন্ধ রাখবেন' মর্মে মুচলেকা নেয়া হয়।
করোনা পরিস্থিতি বিবেচনায় সম্মানিত শিক্ষকবৃন্দকে কোচিং সেন্টার বন্ধ রাখার অনুরোধ করা হলো। একইসাথে শিক্ষার্থীদের কোচিং সেন্টারে প্রেরণ না করার জন্য পটুয়াখালী জেলার সচেতন অভিভাবকগণকে অনুরোধ করা হলো।
জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।