শিরোনাম

South east bank ad

নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্টে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

০৮ সেপ্টেম্বর ২০২০ তারিখ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক নিরাপদ খাদ্য আইন, ২০১৩ মোতাবেক নরসিংদী সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আর এইচ ফুডস এন্ড এভারেজ লিঃ,মাধবদী,নরসিংদীতে বিপুল পরিমাণে অনুমোদনবিহীন (গুড়াদুধ,চকলেট,চানাচুর,সস,ভিনেগার,নুডসল,লবণ,টেস্ট সেলাইন,মসলার গুড়া,সয়াবিন তেল,ড্রিংক পাউডার ইত্যাদি) বিভিন্ন সামগ্রী পাওয়া গেলে নিরাপদ খাদ্য আইন,২০১৩ অনুযায়ী ১,৫০০০০/- (দেড় লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনুমোদনবিহীন পণ্য জব্দ করা হয়। 118860000_607562503259016_6710851041961578170_n 118891469_607562179925715_5088359748893309773_n 119059172_607562146592385_1652139179450329040_n এ সময় এডি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্যানিটারি ইন্সপেক্টর সহ আইন শৃঙখলা বাহিনীর সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট চলমান আছে ও থাকবে।
BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: